সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি করার অভিযোগে ভারতীয় ইউটিউবার এলভিস যাদবকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার দিল্লির নয়ডা পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে, গত বছরের ৩ নভেম্বর প্রাণী অধিকার আইনে যাদবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেসময় বাকি ৫ জন গ্রেফতার হলেও তারা বর্তমানে জামিনে আছেন।
মূলত একটি প্রাণী অধিকার সংস্থার পক্ষ থেকে মামলা দায়েরের পর নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। মামলার পর সেসময় উদ্ধার করা হয় ৫টি কোবরাসহ মোট ৯টি সাপ এবং কিছু সাপের বিষ।
অভিযোগ রয়েছে, এলভিস যাদব ও তার বন্ধুরা বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করেন। সেই বিষ ব্যবহার করে মাদক বানান। গত বছর আয়োজিত এক পার্টিতে মাদক সেবন করেন তারা।
এলভিস যাদব পেশায় একজন ইউটিবার হলেও বিগবসের মাধ্যমে টেলিভিশন অঙ্গনেও পা রাখেন। বিগবস ওটিটি-২ এর বিজয়ী হিসেবেও তিনি অনেকের কাছে পরিচিত।
সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ