দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে ইভেন্ট বক্সের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘কালচারাল ফেস্ট’। গত শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‘কালচারাল ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই আড়ং ডেইরি’নামে ইভেন্টটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।
নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দর্শক মাতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচটি ব্যান্ড- ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন। প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন চার বিভাগের স্বনামধন্য ও সম্মানিত চার জন শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব। তারা হলেন আহসান হাবিব নাসিম, ওয়াসেক মোত্তাকিনুর রহমান, এলিটা করিম এবং শামসুল আলম আজাদ। আয়োজনে বিজয়ী হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় বিইউএফটি (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি)।
এবারের আয়োজন নিয়ে ইভেন্ট বক্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শারমিন রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হল এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে তরুণদের উজ্জ্বল প্রতিভা বিকশিত হতে পারে, যেন তাদের সৃজনশীলতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি এই ধরনের ইভেন্ট দেশের সাংস্কৃতিক ঐক্য ও ঐতিহ্য প্রতিফলিত হবে। আমি পার্টনার ও সমর্থকদের ইভেন্টটিকে প্রাণবন্ত করতে দেখে রোমাঞ্চিত’।
বিডি প্রতিদিন/হিমেল