সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। মঙ্গলবার হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’- ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এদিন অভিনেতা শাকিব খান শুরুতেই বিশ্ব টয়লেট দিবস পালন করেন এবং ‘টাইলক্স হাইজেনিক আবাস’- ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এরপর এ নায়ক জানান, ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে ক্যাম্পেইনটির মাধ্যমে চলতি মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা করে নিয়ে তা সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের কাজে দেওয়া হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সারিকা সাবরিন, রুকাইয়া জাহান চমক, সংগীতশিল্পী প্রীতম হাসানসহ সিনেমা-সংগীত ইন্ডাস্ট্রির অনেক তারকা।
বিডি প্রতিদিন/এমআই