'জাওয়ান' পরিচালক এটলির সংযুক্তিও বাঁচাতে পারল না দক্ষিণী সুপারহিট সিনেমা 'থেরি'র রিমেক 'বেবি জন'কে। সিনেমা সমালোচকদের মতে এর মাধ্যমে বলিউডের দর্শকরা বুঝিয়ে দিল রিমেক আর চলবে না নর্থ উত্তর ইন্ডিয়া তথা বলিউডে।
বরুণ ধাওয়ান অভিনীত ছবিটি ক্রিসমাসে মুক্তি পেলেও নতুন বছরেও বক্স অফিসে বিশেষ সাফল্য দেখাতে পারেনি। কালিস পরিচালিত এবং এটলী কুমারের প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন ড্রামা প্রথম সপ্তাহেই সংগ্রহের গতিতে বড় পতন দেখিয়েছে। মুক্তির ৮ম দিনে, নববর্ষের ছুটির দিনেও ‘বেবি জন’ সংগ্রহ করেছে মাত্র ৩ কোটি টাকা।
৮ দিনের মোট আয় দাঁড়িয়েছে ৩৪ কোটি টাকা। প্রথম দিনে ১০.৭৫ কোটি টাকার সঙ্গে দারুণ সূচনা করলেও, পরবর্তী দিনগুলোতে ছবির পারফরম্যান্স ক্রমশ দুর্বল হয়ে পড়েছে।
সাপ্তাহিক আয়ের পরিসংখ্যানে দেখা যায়, ভারতের ১ম দিনে ১০.৭৫ কোটি, ২য় দিনে ৪.২৫ কোটি, ৩য় দিনে ৩.২৫ কোটি, ৪র্থ দিনে ৪.২৫ কোটি, ৫ম দিনে ৪.৫০ কোটি, ৬ষ্ঠ দিনে ২ কোটি, ৭ম দিনে ২ কোটি, ৮ম দিনে ৩ কোটি অর্থাৎ মোট ৩৪ কোটি টাকা আয় করেছে ‘বেবি জন’। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে যদি স্থিতিশীলতা দেখাতে পারে, তবে এটি ৪৫ কোটি টাকার কাছাকাছি মোট আয় করতে পারে। তবে বর্তমান প্রবণতা অনুযায়ী, সিনেমাটি ভারতে বড় আকারের সাফল্য পাওয়ার সম্ভাবনা কম।
‘বেবি জন’ সিনেমাটি একজন সাবেক ইনস্পেক্টর সত্য বর্মা ওরফে বেবি জন (বরুণ ধাওয়ান)-এর জীবন ঘিরে আবর্তিত হয়েছে। কেরালার শান্তিপূর্ণ জীবনের আড়ালে লুকিয়ে থাকা তার অতীত ধীরে ধীরে প্রকাশিত হয়, যেখানে তার স্ত্রী মীরা (কীরথি সুরেশ)-এর হত্যার প্রতিশোধ এবং নারীদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। বরুনের শক্তিশালী উপস্থিতি সত্ত্বেও, ছবিটি দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। বক্স অফিসে ছবির দুর্বল পারফরম্যান্স প্রযোজকদের জন্য আর্থিক ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক