গত বৃহস্পতিবার ভোরে সাইফ আলি খান ঢুকেছিলেন হাসপাতালে। তখন রক্তাক্ত তিনি। পিঠে বিঁধে রয়েছে ছুরির আড়াই ইঞ্চি ফলা। পাঁচ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ।
মঙ্গলবার দুপুর ২টোর পর সইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা। গাড়িতে চালকের পাশের আসনে বসেই বের হন সাইফ। অভিনেতাকে ধরতে তাঁর পিছন পিছন দৌড়ন সাংবাদিকেরা। তবে গতি বাড়িয়ে বেরিয়ে যায় তার গাড়ি। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা। প্রাথমিক ভাবে বলা হয়েছিল সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে, যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এ দিন তাঁর গাড়ি গিয়ে ঢোকে সৎগুরু শরণেই।
ততক্ষণে সে বাড়ির সামনে থিক থিক করছে পুলিশ। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের দিকে হাত নেড়ে নমস্কার জানান। বুড়ো আঙুল তুলে স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ। সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর।
হাসপাতাল থেকে বেরিয়ে করিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন।
এর আগে চিকিৎসকেরা বলেছিলেন আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে। এমনকি আগামী দু’দিন শুয়ে থাকার পরামর্শই দেওয়া হয়েছিল। বাস্তবে অবশ্য দেখা যায় একেবারে চাঙ্গা অভিনেতা।