আরবোভাইরাস ব্যান্ডের ‘রিপাবলিক অব আরবোভাইরাস’ অ্যালবামের পঞ্চম গান ‘ক্রোধ’ প্রকাশ হয়েছে। গানটি শোনা যাচ্ছে ব্যান্ডের ইউটিউব চ্যানেল 'আরবোভাইরাস টিভি' সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
'বদলে কি গেছো তুমি নাকি, এসবই আমার অনুমান?' গানের কথাগুলো যৌথভাবে লিখেছেন সুহার্তো শেরিফ ও মুনতাসির মামুন। গানের সুর করেছেন সুহার্তো। সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন ব্যান্ডের সদস্যরা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান।
আর ভিডিও চিত্রে অভিনয় করেছেন মডেল আজরাফ ও ইফতি। বিজ্ঞপ্তিতে 'ক্রোধ' গান নিয়ে আরবোভাইরাস ব্যান্ড জানিয়েছে, ক্রোধ হল একটি সিনেমাটিক মিউজিক ভিডিও, যেখানে বিশ্বাসঘাতকতা, মানসিক দূরত্ব এবং অভ্যন্তরীণ অশান্তির গল্প তুলে ধরা হয়েছে।
বিশ্বাসের পতনের মুখোমুখি হওয়া এক যুবকের আবেগের বর্ণনাকেই 'ক্রোধ' হিসেবে উপস্থাপন করেছে দলটি। গানটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা রাখছেন ব্যান্ডের সদস্যরা।
‘রিপাবলিক অব আরবোভাইরাস’ অ্যালবামটি সাজানো হয়েছে আটটি গান দিয়ে। এর আগে প্রকাশ পেয়েছে ‘ইন্দ্রিয়’, ‘হয়ত’, ‘অনুভূতি’ ও ‘অবাস্তব’ গানগুলো। আরবোভাইরাসে বর্তমান লাইনআপে সুহার্তো শেরিফ, মুনতাসির মামুন ছাড়াও আছেন শাহান কামাল, সায়েমুল ইসলাম (ড্রামার), শামস আলিম বিশ্বাস (বেজিস্ট) ও নিলয় বিশ্বাস (ম্যানেজার)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ