বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে নেতাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর বিএনপির কর্মীদের হামলা ও প্রিজনভ্যান ভাঙচুরের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় ইতিমধ্যেই তিনটি মামলা হয়েছে। দায়ের করা এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ' বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গতকালের ওই ঘটনার পর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে বিএনপি নেতাদের ছিনিয়ে নেওয়ার সময়ও বেশ কয়েকজন সেলফিতে মজেছিলেন। যেখানে দেখা যাচ্ছে একদিকে গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে নেতাদের, অন্যদিকে সেলফিতে মশগুল কেউ কেউ। ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে একটি ছবিটি। শেয়ারের পাশাপাশি নিত্য নতুন মন্তব্যের সাথে বেগবান হচ্ছে সেটি।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব