গতকাল বিএনপি, ছাত্রদল আর তাদের দোসর জামায়াত-শিবিরের কীর্তি আমরা সবাই দেখেছি। বিএনপি কথায় কথায় গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলে। তাদের নাকি নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দেয়া হয় না।
আমার প্রশ্ন হলো, গতকাল তারা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার পরে পৃথিবীর কোন দেশের কোন সরকার, কোন পুলিশ তাদের এসব আচরণ চুপচাপ মেনে নেবে?
পুলিশের উপরে আক্রমণ চালিয়ে যে অস্ত্রগুলো ভেঙে ফেলা হলো, সেগুলো তো করদাতাদের টাকায় কেনা, জনগণের সম্পত্তি। রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করার অধিকার তাদের কে দিয়েছে?
এর আগেও আমরা দেখেছি, বিএনপির উস্কানি এবং পৃষ্ঠপোষকতাতেই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করা হয়েছে, নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিএনপি, জামায়াত, শিবির-এইসব অপশক্তির চরিত্র যেমন এক, এদের শিকড়ও একই জায়গায়। আসলে বিএনপির চরিত্র কেবল অগণতান্ত্রিকই নয়, তারা গণতন্ত্রবিরোধী, বাংলাদেশ বিরোধী।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন