সিনেমা বানাতে গিয়ে নতুন নতুন আবিষ্কারের ঘটনা ঘটে। 'আয়নাবাজি' বানাতে গিয়ে আমার আবিষ্কার কম কিছু নয়। সবচেয়ে বড় আবিষ্কার 'আয়নাবাজি' বানিয়ে ফেলবার পর। 'আয়নাবাজি' বানিয়ে আমি আমার দেশের আপামর গণমানুষকে নতুনভাবে আবিষ্কার করেছি।
এক সময়ের হলবিমুখ দর্শক সিনেমা ভালবেসে হলে এসেছে। 'আয়নাবাজি' দেখেছে। আমি বাংলাদেশের যেখানে গিয়েছি, কেউ না কেউ এসে আমাকে 'আয়নাবাজি' দেখে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। এখনো এসে অনেকে জিজ্ঞেস করে 'আয়নাবাজি' কি আবার দেখার উপায় আছে কিনা।
জানাতে ভাল লাগছে, স্টার সিনেপ্লেক্স আর শ্যামলী সিনেমাহল আবার সেই সুযোগ করে দিচ্ছে। শুক্রবার থেকে এই দুটি হলে আবার 'আয়নাবাজি' প্রদর্শিত হবে। ফের 'আয়নাবাজি' দেখার আমন্ত্রণ। জয়তু বাংলা সিনেমা!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা