'এমনটা সবার ক্ষেত্রেই হতে পারে। হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। সাধারণত, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু না, সেটা হয়নি। ব্যাপারটা ভিন্ন। আজ আমার পরিবারের একজনের ওপর হামলা হয়েছে।'
'মিডিয়া এই হামলার খবর সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা বুদ্ধিবৃত্তিক ভাবনা ও প্রার্থনায় ভরে গেছে আমার 'নিউজফিড'।'
'দেখুন, আমি চাই, আমার চারপাশের মানুষ এদেশে নিরাপদে থাকুক। কিন্তু সেটা বাস্তবে মনে হচ্ছে না!'
'আমার কোনো রাজনৈতিক আদর্শ নেই। এটা আমার পরিবার। এবং আমি বলব, আমার পরিবার অবিশ্বাস্য মানসিক শাক্তির অধিকারী এবং প্রাণবন্ত। আর কী কী ঘটবে, সেটা কোনো ব্যাপার না। যতই আঘাত, সহিংসতা কিংবা প্রাণের সংশয় হোক না কেন আমার পরিবার বিশ্বকে বদলে দেওয়ার জন্য কাজ চালিয়ে যাবে।'
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব