অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালকে যারা আক্রমণ করেছে এরা কারা? যে ছেলেটি মুহাম্মদ জাফর ইকবালকে আক্রমণ করলো সে ছেলেটি এবং তার পেছনে যারা সাপোর্ট দিয়েছে তাদের সাথে কি মুহাম্মদ জাফর ইকবালের ব্যক্তিগত কোন দ্বন্দ্ব ছিলো? এটা কি কোন ব্যক্তিগত শত্রুতা নাকি প্রগতিশীল মতবাদের বিপক্ষে ধর্মান্ধ মৌলবাদী মতবাদের আক্রমণ? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে।
বাস্তবতা হলো, মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার চেতনা-বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি এবং ধর্মান্ধ জঙ্গিবাদী শক্তি একই সূত্রে গাঁথা, এরা এক এবং অভিন্ন।
কোন তত্ত্ব দিয়ে জঙ্গিবাদ মোকাবিলা করা যাবে না। যুদ্ধাপরাধী ও রাজাকারদের উত্তরসূরি এবং এসকল অপশক্তির পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারলে আরও আক্রমণ আসবে। এদের রাজনীতির মাঠ থেকে বিদায় করতে না পারলে জঙ্গিবাদী আক্রমণ চলতেই থাকবে।
এখন প্রশ্ন হলো, এসকল অপশক্তির রাজনৈতিক পৃষ্ঠপোষক কারা?
আমরা সবাই এদের চিনি। এরা নির্লজ্জভাবে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। এদের বিপক্ষে উন্মুক্তভাবে দাঁড়াতে না পারলে, তথাকথিত নিরপেক্ষতার আড়ালে ব্যালেন্স করে অবস্থান নিলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না।
(মোহাম্মদ এ. আরাফাতের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল