আমাদের রেডিও FM, এর RJ রা এবং যারা রেডিওগুলো পরিচালনার দায়িত্বে আছেন তাদের বলছি। আমাদের রেডিও বলছি, কারণ এই রেডিওগুলো আমাদের দেশেরই। অন্য দেশের নয়। তাই নিজের পরিবার মনে করি বলে, আমাদের রেডিও বলছি।
'তোমরাই কিন্তু আমাদের গান পছন্দ করো না... তোমরাই কিন্তু আমাদের গান সত্যি পছন্দ করো না”। বুঝিয়ে দিয়েছো।শ্রোতাদের দোষ দিওনা। শ্রোতাকে বোকা বানিওনা। শ্রোতারাই অবাক বিস্মিত! আর আমি এবং আমরা শিল্পীরা আমাদের শ্রোতা নিয়ে গর্বিত।
অনেকদিন রেডিও এসব কারণে শুনিনা। আজ রেডিও শুনতে গিয়েই ঝামেলাটা হলো!
কারণটা আর বারবার বলতে লজ্জা লাগে। বাংলাদেশের কোন শিল্পীদের গানই ভালো না। indirectly বলে দিচ্ছ, বুঝি...!হাস্যকর! অশিক্ষিত মনোভাব। এমন মাধ্যম নিয়ে কাজ করো, ভাবো না কেন নিজস্বতা নিয়ে? ভয় করো না কেন? সম্মানের ভয় করো না কেন?
আর পারি না তোমাদের নিয়ে। অবশ্য পারতেও চাই না। নীতিতে বাধে তাই বলা। মানো আর নাই মানো ছোট থেকে গানের সাথে বসবাস তাই বললাম আজ আবার, জানি কোন লাভ নাই। তারপরও বলা!
বাইরের দেশের গান বাজতেই থাকে এবং গান শেষ হবার পর মন্তব্য শুনে ভাষা হারিয়ে ফেলি। এতো মুগ্ধতা প্রকাশ, সত্যি তো অন্য দেশের গানের সুর, কথা, তাদের সুরের কম্পোজিশন, সব ভালো। অপূর্ব তাদের গায়কী! আহা কি বর্ণনা!
মন্দ শুধু নিজেদের দেশের গান হাহাহা......! জ্যামের রাস্তায় রেডিও শুনি। ভাবি একটু ভালো সময় কাটবে! কিন্তু হয় উল্টোটা। টানা অন্য দেশের গান বাজতেই থাকে। শুনতে ভালোই লাগ তাই না ? কারণ তারা সুরে গান গায়..... কথা ভালো শ্রোতারা বুঝতে পারে। আর আমাদের দেশের গানের কথা কঠিন, কথা ভালো না, সুর পচা, ভালোই না.....
কি দারুণ, কি সুখ, কি মজা... আমরা কষ্ট করি আর দেশে বসে অন্য দেশের গানের প্রচার!!!!! প্রচারেই প্রসার..... সাধু সাধু.... ধন্য। কিছু বলার নাই। ভালো ভালো যা ইচ্ছা তাই করো...
দায়িত্ব শেখানো যায় না। আমার বাবা মা বলেননি কখনো এটা করতেই হবে। ওটা করো না। কিন্তু শিখে গ্যাছি দেখেই, দেশ, মাটিকে ভালোবাসতেই হয়। ভালোবাসি শ্বাশত সত্য। বোধ শেখানো যায় না, সেটা নিজস্বতা। ধন্যবাদ রেডিও fm গুলো......... তোমাদের লজ্জাহীন জয় হোক। আমরা একটুও লজ্জা পাচ্ছি না।
(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/আরাফাত