স্বাধীনতার গৌরবোজ্জ্বল মাসে 'ইত্যাদি' ধারণ করতে আমরা গিয়েছিলাম মুক্তিযুদ্ধের বহু বীরগাঁথায় সমৃদ্ধ ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়ায়। মঞ্চ নির্মাণ করা হয়েছিল তিতাস গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের সামনে।
আমাদের রান্নাবান্না এবং কল-কারখানার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় তার উৎসস্থল এই ধরণের কূপ। আমি দাঁড়িয়ে আছি তিতাস গ্যাস ফিল্ডের তেমনি একটি কূপের সামনে।
উল্লেখ্য গ্যাস মজুদের ভিত্তিতে তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড। যেহেতু আমাদের ব্যবহারযোগ্য প্রাকৃতিক গ্যাস সীমিত এবং অনবায়নযোগ্য তাই গ্যাস ব্যবহারে আমাদের আরও সাশ্রয়ী হওয়া প্রয়োজন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা