পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
কমিশনারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহবুব রাজীব। তিনি বলেন, ভালো সিদ্ধান্ত। সরকার এবং প্রশাসনের তরফ থেকে দাবি মেনে কার্যকর করার সিদ্ধান্তগুলো অভিনন্দন পাবার যোগ্য। তবে দাবি আদায়কারীদের সচেতন থাকা জরুরি এমন কোনো দাবি তোলা শুরু না করেন, যাতে সাধারণ মানুষের সিম্প্যাথি তাদের বিপক্ষে যেনো চলে না যায়! লেবু কম কচলানোই ভালো।
সরকার এবং প্রশাসনকে একটি ঝাঁকি দেয়ার প্রয়োজন ছিল, সেটি ইতিমধ্যে হয়েছে। সুতরাং 'বাড়ি ফিরে যাবো না' টাইপ আবেগী কথাবার্তা থেকে এখন সরে এসে দেখা দরকার সরকার কার্যকর ভূমিকা কি রাখছে।
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/০২ আগস্ট ২০১৮/আরাফাত