শিরোনাম
১৫ মে, ২০১৯ ১৬:৪৭

কোথাও কোনো একটা ভুল হচ্ছে

মেহের আফরোজ শাওন

কোথাও কোনো একটা ভুল হচ্ছে

মেহের আফরোজ শাওন

ইমতিয়াজ মাহমুদ পরিবারের সাথে আমার বেশ ভালো পরিচয়। আমার স্থাপত্য অফিসের একটি কাজে ২০১৫'তে তার বাড়িতে দেড় মাস প্রায় প্রতিদিন যাতায়াত হয়েছে। আর আমার ব্যক্তিগত ২-৩ টি মামলার আইনগত কারণে অনেকবার তার অফিসেও গিয়েছি। ঘরে, অফিসে, আড্ডায় কিংবা ফেসবুকে প্রাণবন্ত একজন ভালো মানুষ হিসেবেই তাকে আমি চিনি। তিনি পাখিদের বড় ভালোবেসে ছবি তোলেন। ফেসবুকে সেসব ছবির মোটামুটি মুগ্ধ দর্শক আমি। তিনি পাহাড় ভালোবাসেন- পাহাড়ের মানুষগুলোকে ভালেবাসেন। ফেসবুকে তাদের নিয়ে লেখেন। তার ফেসবুক লেখায় কখনও ‘জালাও পোড়াও’ তো দেখিনি! 

কোথাও কোনো একটা ভুল হচ্ছে! বেশ বড় একটা ভুল। ভুলগুলোর অবসান হোক।

বি.দ্র. আচ্ছা-ফেসবুকে অশালীন গালাগালি করে যারা পোস্ট করে তাদের নামে মামলা হলেই কি এ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৯/মাহবুব

সর্বশেষ খবর