১৫ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৭

কেমন জানি একটা শোঁ শোঁ শব্দ হয়!

মোস্তফা সরয়ার ফারুকী

কেমন জানি একটা শোঁ শোঁ শব্দ হয়!

মোস্তফা সরয়ার ফারুকী

আমার প্রিয় কাজগুলোর একটা হচ্ছে ইউটিউবে মঙ্গল বা মহাশূন্যের বিভিন্ন ভিডিও দেখা বা এই বিষয়ক লেখাপড়া! এটার জন্য আমার কৃতিত্ব দিতে হবে প্রয়াত ওস্তাদ ওয়াহিদুল হককে! আরেকজনকে কৃতিত্ব দিতে হবে! সে হচ্ছে আমার বন্ধু আসিফ! আমি জানি না সে এখন কোথায় কেমন আছে! আপনারা জানেন কিনা জানি না। 

আসিফই সম্ভবত বাংলাদেশে প্রথম ব্যক্তি যে দর্শনীর বিনিময়ে বিজ্ঞান বক্তৃতা চালু করেছিল! যেখানে সে মহাবিশ্ব এবং তার সৃষ্টি রহস্য নিয়ে বক্তৃতা দিতো! কই গেল আসিফ?

যাই হোক, যেটা বলছিলাম- ওই ভিডিওগুলা দেখলে বা লেখাগুলা পড়লে মনটা নরম হয় খুব, কেমন জানি একটা শোঁ শোঁ শব্দ হয়! তখন মনে হয় এই মহাসভায় আমরা কই, আমাদের উন্নয়নই বা কই, কোথায় আমাদের ডান-বাম, কোথায় আস্তিক-নাস্তিক, কোথায় পর্দা-বেপর্দা, আর কোথায়ই বা আমাদের জেতার জেদ?

এই ছবির দিকে তাকাইয়া সত্যি কইরা বলেন, হাসি পায় না আমাদের এইসব ছোট বাচ্চাদের মতো কাজ কামের কথা ভাবলে? এই শূন্যতার কনটেক্সটে?

কিয়েক্টাবস্থা আমাদের!!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর