লিচুর গাছে গাছে এখন সবুজ পাতা-ফুল, ফলের সমারোহ। চারিদিকে মৌ মৌ গন্ধ। প্রায় সব গাছেই ফলন এসে গেছে। এই ফলন দেখে লিচু চাষী এবং যারা বাগান কিনেছেন তারা বেশ খুশি।
আগামী এক মাসের মধ্যে পাকা টসটসে লিচু বাজারে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরের লিচু মানে অন্যরকম মিষ্টি ও রসালো স্বাদ। বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচু গুটি ফলনে নুয়ে পড়েছে এখন গাছের ডালপালা।
আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এই এলাকায় একটি লিচু গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠলে লিচুর ফলনসহ আরও উৎপাদন বৃদ্ধি পেতো বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
চিরিরবন্দর কৃষি কর্মকর্তা সুধেন্দ্রনাথ রায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, লিচু চাষের এলাকা দিনাজপুরে লিচুর ফলন ভালো হয়েছে। এবার দিনাজপুরে ব্যাপক লিচু গাছে মুকুল এসেছিল।
তিনি জানান, লিচু চাষের জন্য চলতি চৈত্র মৌসুমে পর্যাপ্ত সেচের প্রয়োজন হয়। কিন্তু চৈত্রের খরতাপের কারণে চাষীরা লিচু বাগানে পানির সেচ দিতে পারে নাই। খরার কারণে মাটি থেকে রস সংগ্রহ করতে না পারায় অনেক লিচুর মুকুল ঝড়ে পড়ে যায়। তবে বৃষ্টি হলে লিচু গাছগুলো মাটি থেকে পর্যাপ্ত রস পাবে। এতে লিচু ঝরে আর পড়বে না।
লিচুর বাগানে ঘুরে দেখা যায়, পোকা-মাকড়ের আক্রমণ ও রোগ বালাই থেকে মুক্ত করতে চাষীরা লিচু গাছে বালাইনাশক ছিটাচ্ছেন। অনেকে লিচু গাছের আগাছা মুক্ত করছেন।
পুলহাট-মাসিমপুরের আসাদুজ্জামান লিটন জানান, দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালী ও মাসিমপুরসহ আশপাশে কিছু এলাকায় ভিটা, জমি, বসতবাড়ি এবং ডাঙ্গা জমিতে লাগানো গাছই ছিল লিচু আবাদ ছিল সীমিত। কিন্তু এখন এর বিস্তৃতি ব্যাপক। বৃষ্টি না হলে তাদের এই সময়ে লিচু গাছে সেঁচ দিতে হতো।
বিরলের সফিকুল ইসলাম জানান, একটি বড় গাছে ২০ থেকে ২৫ হাজার পর্যন্ত এবং সবচেয়ে ছোট গাছে ১ থেকে দেড় হাজার লিচু পাওয়া যাবে। চৈত্রের শেষে এখন চাষীরা লিচু গাছের আলাদাভাবে যত্ন নিচ্ছেন। এখন লিচুর গুটি এসেছে আগামী এক মাসের মধ্যে পাকা টসটসে লিচু বাজারে উঠার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর জেলায় ১৬০০ হেক্টর জমিতে ছোট-বড় নিয়ে প্রায় আড়াই হাজার লিচুর বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ২ লাখ ২০ হাজার গাছ রয়েছে। বাগান ছাড়াও কিছু সংখ্যক বাড়ি, বাড়িসংলগ্ন ভিটা জমিতে ২/৪টি করে লিচু গাছ রয়েছে। এই সব গাছে প্রায় ৭ কোটি ৩০ লাখ লিচুর ফলন পাওয়া সম্ভব বলে কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়।
উল্লেখ্য,এক দশক যাবত বৃহত্তর দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অবিশ্বাস্য গতিতে লিচুর চাষাবাদ বাড়ছে। জেলা সদরসহ কাহারোল, বিরল, চিরিরবন্দর, বীরগঞ্জ প্রভৃতি উপজেলায় এই ফলের চাষাবাদ বাড়ছে।