মার্টি ম্যাকএওয়েন টেক্সাসে তার পৈতৃক জায়গায় এক বিশেষ কারণে খননকাজ চলাতে যান। খননকাজ চালানোর সময় হঠাৎই তিনি থমকে যান। মাটিতে কোদাল দেওয়ার পর তাকে ঠেকে প্রায় ছয় ফুট লম্বা এক হাতির দাঁত। অারো কতক্ষণ খননকাজ চালানোর পর মিলে পুরো একটি হাতির জীবাশ্ম।
বিজ্ঞানীরা অনুমান করছেন, বিশাল এ কঙ্কালটি হতে পারে কলাম্বিয়ান স্ত্রী হাতির। প্রায় নয় ফুট লম্বা এই কঙ্কাল কুড়ি থেকে ষাট হাজার বছরের পুরনো হতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
ডালাসের প্যারট মিউজিয়াম অব ন্যাচার অ্যান্ড সায়েন্স'র প্যালিওন্টোলজিস্ট রন টিক্সকি জানিয়েছেন, "আমরা এর আগে টেক্সাসে অনেক হাতির কঙ্কাল পেয়েছি কিন্তু এতবড় দাঁতযুক্ত সম্পূর্ণ কঙ্কাল পাওয়ার ঘটনা এই প্রথম। কঙ্কালসার দেখে মনে হচ্ছে, কয়েক হাজার বছর আগে হাতিটি মাটির তলায় ঘুমিয়ে ছিল"।
রন টিক্সকি আরো জানান, হাতিটির জীবাশ্ম ইতিহাসের নতুন দরজা খুলে দিয়েছে। তবে মার্টি ম্যাকএওয়েনের জায়গা থেকে পাওয়া এই জীবাশ্ম গবেষণার জন্য এখন থাকবে সরকারি হেফাজতে।