যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ধরা পড়া সেই কুমিরটি বিশ্ব রেকড করেছে। রাজ্যের একটি পরিবারের সদস্যরা মিলে অবিশ্বাস্যভাবে বিশাল এই কুমির পাকড়াও করে। তখনই দাবি করা হচ্ছিল যে এ যাবত কালের ‘সবচেয়ে বড়’ কুমির এটাই। ডেইলি মেইলে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর এগিয়ে আসে সাফারি ক্লাব ইন্টারন্যাশনাল।
তারা কুমিরটি পরীক্ষা করে দেখেছে তাদের দেখা এই কুমিরটিও সবচেয়ে বড়।
এর আগে টেক্সাসে যে কুমিরটি ধরা পড়েছিল সেটির চাইতে এটি ১৩ ইঞ্চি বেশি লম্বা। আলাবামায় একটি পরিবারেরর সদস্যরা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে যে কুমিরটি ধরে সেটি লম্বার ১৫ ফুট ৯ ইঞ্চি। এর ওজন এক হাজার পাউন্ড।