থাইল্যান্ডে হাতির পায়ের নিচে শুয়ে শরীর ম্যাসেজ করে নেয়াটা এখন একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে।
অনেকেই বলেন, হাতির কাছ থেকে শরীর ম্যাসেজ করানোর মত এত আরাম আর কোথাও পাওয়া যায় না। প্রতি মাসে বেশ কয়েকশ মানুষ এ রকম ম্যাসেজ করে থাকেন।
তেমনই শরীরের ব্যথা সারাতে হাতির কাছে গিয়েছিলেন এক নারী। উদ্দেশ্য ছিল হাতিকে দিয়ে শরীর ম্যাসেজ করিয়ে শরীরের ব্যথা সারাবেন।
কয়েক টন ওজনের একটি হাতির পায়ের নিচে শুয়ে কয়েক মিনিট ম্যাসেজ নিচ্ছিলেন সেই নারী। কিন্তু ওই নারী নির্দিষ্ট জায়গা থেকে একটু পাশে সরতেই ঘটে যায় বিপত্তি।
হাতির পায়ের চাপ লাগে তার হাতে। তবে শেষমেশ হাতির ট্রেনারের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা মেলে। প্রাথমিক চিকিৎসার পর ফের হাতির ম্যাসেজ নিতে শুরু করেন সেই নারী।
ট্রেনারের বক্তব্য, ম্যাসেজ নেয়ার জন্য নির্দিষ্ট একটি দাগ কেটে দেয়া হয়। সেই দাগ পেরিয়ে যাওয়াতেই বিপত্তি ঘটে।
আহত নারী বলেন, হাতির কাছে ম্যাসেজ নেয়ার আরাম এতটাই যে দুর্ঘটনার ব্যাপার বিষয়টি কখনও মাথাতেই আসে না।
সাপের মাধ্যমে শরীর ম্যাসেজের পর হাতির কেরামতিতে গায়ের ব্যথা সারানোর এই উপায় বেশ জনপ্রিয় হচ্ছে থাইল্যান্ডে।