মোটরসাইকেল চুরির হাত থেকে রক্ষায় মোটরগার্ড নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছে পটুয়াখালীর কলাপাড়ার মোবাইল ফোন মিসি্ত্র মো.ইলিয়াস হোসেন (৩০)। মাত্র একটি মোবাইল সিম আর সামান্য কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী দিয়ে এ যন্ত্রটি তৈরী করা হয়েছে। তিনি দীর্ঘদিন গবেষণা করে এ যন্ত্রটি উদ্ভাবন করেছেন এবং নিজেই এ যন্ত্রটি নাম দিয়েছেন মোটরগার্ড।
ইলিয়াস হোসেন জানান, এ যন্ত্রটি মোটরসাইকেলের একটি গোপন জায়গায় স্থাপন করা হয়। এর ফলে মালিক মোটরসাইকেল রেখে যখন অন্য কোথাও যান তখন যে কোন লোক যে কেউ মোটরসাইকটি স্পর্শ করলে সাথে সাথে মোটরসাইকেল মালিকের মোবাইল ফোনে রিং বেজে উঠবে। তখন ফোন রিসিভ করলে চোরদের কথাবার্তার মাধ্যমে মালিক বুঝতে পারবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যন্ত্রটির সাথে সিসি ক্যামেরা সংযোজনের মাধ্যমে চোরের ছবি ও মোটরসাইকেলটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও জানা যাবে বলে তিনি জানান।
এ ব্যাপারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়রিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, দীর্ঘদিন মোবাইল সার্ভিসিং কাজের সাথে যুক্ত থাকায় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে সফল হয়েছে। তাকে দক্ষ করতে প্রশিক্ষণ দেয়া হলে সে আরও ভালো করবে।