মার্কিন এক সার্ফার ফুলবাগানের আগাছা সাবাড় করার জন্য কেনা এক ছাগলকে রীতিমতো সার্ফিং শিখিয়েছেন। ছাগলটি এখন ভালোই সার্ফিং পারে।
ক্যালিফোর্নিয়ার পিসমো সমুদ্রসৈকতের সার্ফার ডানা ম্যাকগ্রেগর। ২০১১ সালে তার মা-বাবা একটি ছাগল কিনেছিলেন। আদর করে তারা ছাগলটির নাম রাখেন গোটি।
গোটিকে খুব আদর করতেন ডানা। গোটিও সব সময় তাকে অনুসরণ করত। ডানা যেখানেই যান, পিছু নেয় গোটি। কারে হোক আর বাইকে হোক, গোটি বেরিয়ে পড়ত ডানার সঙ্গে। এমনকি সার্ফিং অনুশীলন করতে সমুদ্রসৈকতে গেলেও ডানার সঙ্গে থাকত গোটি।
এভাবে কিছুদিন যাওয়ার পর ডানা ভাবেন, মন্দ কী- গোটিকেও তো সার্ফিংটা শিখিয়ে নেওয়া যায়। ব্যস, শুরু হলো প্রশিক্ষণ। তিন বছরে সার্ফিংটা বেশ ভালোই আয়ত্ব করে ফেলেছে ছাগলটি।
সার্ফিং শিখতে গোটির যে কত কষ্ট করতে হয়েছে অন্যরা তা বুঝবে কী করে। ডানা তাই খুব শিগগিরই শিশুদের উপযোগী একটি বই লিখছেন। নাম হবে ‘দ্য সার্ফিং গোট, গোটি’।
বিদ্রুপকারীদের উদ্দেশে ডানা বলেছেন, ‘অসম্ভব ভালো সাঁতারু হচ্ছে ছাগল। আমার মনে হয় না, লোকে এই কথাটা জানে।’
গোটি ছাড়াও ডানা আরও দুটো ছাগলকে সার্ফিং শেখাচ্ছেন। এদের নাম গ্রোভার ও পিসমো। দুটোই ক্যালিফোর্নিয়ার দুটো সৈকতের নামে।
ছাগল ছাড়া অন্য প্রাণীকেও সার্ফিং শেখাতে চান সার্ফার ডানা। তিনি বলেন, ‘আমি একটা গাধাকেও সার্ফিং শেখাব। গাধাটা অবশ্য ছোট হওয়া চাই।’