বিফ এন্ড লিবার্টি। চমৎকার ইন্টেরিওরের অসাধারণ একটি রেস্তোরাঁ। এটির অবস্থান হংকংয়ের ওয়ানচাই এলাকায়। ১৮৬ স্কয়ার মিটারের এ রেস্তোরাঁয় রয়েছে ৮৩টি সিট।
চলতি বছরের শুরুতে চালু হয়েছে লিবার্টি রেস্তোরাঁটি। স্টুডিও স্পিন অফের ডিজাইন করা নজরকাড়া রেস্তোরাঁ লিবার্টির দেয়ালে চোখ জুড়ানো কিছু আর্ট করা হয়েছে। আর এতে লিবার্টির সৌন্দর্য মুহূর্তে গ্রাহকের নজর কেড়ে নেয়।
পুরো রেস্তোরাঁটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। পরিবার-প্রিয়জনদের নিয়ে লাঞ্চ, ডিনার কিংবা যে কোনো উপলক্ষে পার্টি দেবার উপযুক্ত একটি স্থান এ লিবার্টি রেস্তোরাঁ।