ইতালির সেনাবাহিনী এবার গাঁজা চাষ করবে। না ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে নয়, ওষুধ তৈরির জন্য চাষ করা হবে এই মাদকের।
ওষুধ তৈরির জন্য চাষ করার এসব গাঁজা যাতে নেশাখোরদের হাতে না যেতে পারে সেজন্যেই সেনাবাহিনীর মাধ্যমে এসব গাজা উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তিও সাক্ষরিত হয়েছে।
গাঁজা উৎপাদন প্রসঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বেতরিস লোরেনজিন বলেন, 'ঔষধি গুণের দিক থেকে গাঁজার গুণ অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটাকে অবশ্যই ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে।'
সেনাবাহিনীর অধীনে গাঁজা চাষ করার আগেও মারিজুয়ানার গাছ ফ্লোরেন্স উৎপাদন করা হয়েছিল। ফ্লোরেন্স উৎপাদন করার উদ্দেশ্য ছিল ওষুধ ছাড়াও কসমেটিকস ও পারফিউম তৈরি করার জন্য। বহু বছর ধরেই ইতালিতে মারিজুয়ানা এবং গাঁজা চাষ ও বহন নিষিদ্ধ।