যে বয়সে বন্ধু-বান্ধবী, ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলা করে কাটাবার কথা, সে বয়সেই নিজের বাচ্চা কোলে করে ঘুরে বেড়াতে হয় অনেক মেয়েকে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ'র হিসাব অনুযায়ি দক্ষিণ এশিয়ায় অর্ধেক নারীই প্রাপ্ত বয়সের আগে বিয়ে পিঁড়িতে বসতে বাধ্য হয়। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার ৪৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে আরো জানানো হয়, প্রত্যেক বছর এ অঞ্চলটিতে ১০ লাখেরও বেশি সদ্যজাত শিশুর মৃত্যু হয়। বাল্য বিবাহের হার বাংলাদেশে ৬৫ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে ভারত ৪৩ শতাংশ। এছাড়া নেপালে ৪১ শতাংশ, আফগানিস্তানে ৪০ শতাংশ, ভূটানে ২৬ শতাংশে, পাকিস্তানে ২৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১২ শতাংশ এবং মালদ্বীপে ৪ শতাংশ।