মানব প্রজাতির বিবর্তনের ইতিহাস এবার নতুন করে লেখার প্রয়োজন পড়তে পারে! কারণ ডিএনএ বিশ্লেষণের উপর ভিত্তি করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে পুরো ইতিহাস জুড়েই নারীরাই পুরুষদের চেয়ে সংখ্যায় বেশি ছিল!
বিশ্বের ৫১টি জনগোষ্ঠী থেকে সংগৃহীত ৬২৩ জন পুরুষের ডিএনএ স্যাম্পল বিশ্লেষণ করে এমনই সিদ্ধান্ত দিয়েছেন বিজ্ঞানীরা।
গবেষকরা প্রতিটি পুরুষের ডিএনএ বিশ্লেষণ করে সন্তানের মধ্যে উত্তরাধীকার সূত্রে বাবার দিক থেকে প্রাপ্ত ওয়াই ক্রোমোসম আর মায়ের দিক থেকে মাইটোকনড্রিয়াল ডিএনএ (এমটি ডিএনএ) প্রাপ্তির হারের তুলনামূলক একটি পরিসংখ্যান করেন।
লাইভ সায়েন্স নামক জার্নালে বলা হয়েছে, এই জেনেটিক গবেষণায় প্রমাণিত হয়েছে, পুরুষরা বেশিরভাগ সময়ই একধিক স্ত্রী গ্রহণ করেছেন।
গবেষণায় প্রমাণিত হয়েছে পুরুষদের বহুবিবাহের কারণে মানব প্রজাতির বংশগতির (জেনেটিক) ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বৃহত্তর অবদান রেখেছেন।
ওই গবেষণায় আরও দেখা গেছে, নারীরাই পুরুষদের চেয়ে বেশি দেশান্তরী হয়েছেন। এতে তাদের মাইটোকনড্রিয়াল ডিএনএ বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। যার ফলে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জেনেটিক বৈচিত্রও কমে এসছে।
আর পুরুষরা খুব কমই দেশান্তরী হয়েছেন। এর ফলে প্রতি প্রজন্মেই তাদের সন্তানদের মধ্যে ভিন্ন ভিন্ন জিনগত বৈশিষ্ট দেখা দেয়।
ওই গবেষণার একজন নেতৃস্থানীয় গবেষক ছিলেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোল্যুশনারি এনথ্রোপলজির অধ্যাপক মার্ক স্টোনকিং।
তিনি বলেন, ‘মানব ইতিহাসের বেশিরভাগ জুড়েই নারী জনসংখ্যার বৃহত্তর অংশই পুরুষদের আত্মীয় স্বজনদের জন্ম দিয়েছেন।’
ইনভেস্টিগেটিভ জেনেটিক্স নামক জার্নালে ওই গবেষণাটি প্রকাশিত হয়েছে।