কমলা খাতুন, ওসমান, রাহেলা বেগম ও আবদুল কুদ্দুস উপজেলার চলতি অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প কর্মসূচির শ্রমিক। ইতোমধ্যে ব্যাংক থেকে প্রথম কিস্তির মজুরির টাকা উত্তোলন করে অর্ধেক প্রকল্পের সভাপতিকে দিতে হয়েছে তাদের। প্রতিবাদ করলে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, এই টাকার কমিশন বাবদ একটি অংশ চলে গেছে ইউপি চেয়ারম্যান হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল বারী, পিআইও মোকারম হোসেন ও সুপারভাইজার খবির উদ্দিনের পকেটে। কমিশন নিতে বাদ থাকেননি সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজাররাও। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নে চলতি ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ২০২টি গ্রামের ৫৩ প্রকল্পের ৫ হাজার ৯৮৭ জন অতিদরিদ্র শ্রমিকের ৪ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার বরাদ্দের মজুরির টাকা থেকে কমিশন বাবদ প্রায় ২০ লাখ টাকা ঘুষ হিসেবে জমা হয় প্রকল্পের সুপারভাইজার খবির উদ্দিনের কাছে। পরে এ টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে। নিগুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন খান জানান, ইউএনওর কমিশনের টাকা ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট অফিসে পেঁৗছে দিয়েছেন। মাত্র তিন হাজার টাকা কম দিতে চাইলে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার তা গ্রহণ করতে চাননি। এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম খান এই প্রতিবেদককে বলেন, কমিশনের টাকা কে নেয়, কীভাবে নেয়_ তা আপনাদের জানার কথা। উস্থি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা ইউএনও অফিসে তার ইউনিয়নের প্রকল্পের কমিশনের টাকা জমা দেওয়ার কথা স্বীকার করেন। রাওনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন সংবাদটি না ছাপানোর অনুরোধ করে জানান, প্রথম কিস্তির কমিশনের টাকা এখনো জমা দিতে পারেননি তার ইউনিয়নের প্রকল্পের সভাপতিরা। অতিদরিদ্র শ্রমিকদের কাছ থেকে কমিশন আদায় করা হয় বলে ইউএনও অফিসের টাকা দিতে একটু বিলম্ব হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান জানান, কমিশনের টাকা কম দিয়েছেন বলে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। প্রকল্পের সুপারভাইজার খবির উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে পত্রিকায় লেখলে কী হবে, এ টাকা চলে যাচ্ছে উপর মহলে। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল বারী মুঠোফোনে কমিশনের টাকা নেওয়ার অভিযোগ অসত্য দাবি করে উল্টো এই প্রতিনিধির কাছে কোন কোন ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা জানতে চান।
শিরোনাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
গরিবের মজুরি ইউএনওর পকেটে!
আশরাফ উদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম