১৩ অক্টোবর, ২০১৮ ১২:৪০

অন্ধ মুসল্লিদের জন্য সৌদিতে বিশেষ পথ নির্মান

অনলাইন ডেস্ক

অন্ধ মুসল্লিদের জন্য সৌদিতে বিশেষ পথ নির্মান

সৌদির উত্তারাঞ্চলীয় বুরাইদা শহরের স্থানীয় একটি দাতব্য সংস্থা অসহায় নাগরিকরা মসজিদে পৌঁছানোর জন্য বিশেষ পথ নির্মাণের ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি তাদের (অন্ধদের) স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি পথ ইতিমধ্যে নির্মাণ করে দিয়েছে। যেটি ধরে অন্ধ ব্যক্তিরা মসজিদে নিয়মিত যাতায়াত করতে পারবেন।

বুরাইদার দাতব্য সংস্থাটি আশা করছে, তাদের মতো আর অন্যান্যরাও অন্ধদের সাহায্যে এগিয়ে আসবে। নির্দিষ্ট সময়ে তারা মসজিদ, বাজার ও গুরুত্বপূর্ণ জায়গায় যেতে বিশেষ পথ নির্মাণ করে দিয়ে সাহায্যের হাত বাড়াবে।

এদিকে, সোস্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অন্ধ এক ব্যক্তির জন্য তার পরিবার ঘরের দরজা থেকে মসজিদের দরজা পর্যন্ত বিশেষ রাস্তা তৈরি করে দিয়েছে। যাতে লোকটি কারো সহযোগিতা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ নিজে হেঁটে গিয়ে স্বাভাবিকভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারে। রাস্তাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, অন্ধ লোকটি হাঁটার সময় উঁচু-নিচু দাগ অবলম্বন করে সোজা মসজিদে গিয়ে পৌঁছাতে পারবেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর