যমুনায় নৌকাডুবি নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির একদিন পর গতকাল দুজনের লাশ উদ্ধার হয়েছে। তারা হলেন- উপজেলার হাটশেরপুরের ধনারপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আরজু বেগম ও চরঘাগুয়া গ্রামের রফিকুল সরকারের মেয়ে রুপসী। এখনো চারজনের সন্ধান পাওয়া যায়নি।
-নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আহত প্রকৌশলীর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত প্রকৌশলী রফিকের মৃত্যুতে কিশোরগঞ্জের হোসেনপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের ছেলে হিমেল সাংবাদিকদের জানান, শনিবার তার বাবা ফেনীর মুজুমদার সিএনজি ফিলিং স্টেশনের ত্রুটি সারাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত রফিক উপজেলার কাওনা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
-হোসেনপুর প্রতিনিধি
চালসহ ট্রলার জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুর এলাকায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত ১২০ বস্তা চালসহ গতকাল একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। এসব চাল জেলে পুনর্বাসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
-নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাল নোটসহ আটক
সিরাজগঞ্জের সলংগা উপজেলার ভুইয়াগাতী বাজার থেকে সোমবার পাঁচশত টাকার ১০টি জাল নোটসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
-সিরাজগঞ্জ প্রতিনিধি
দুই শ্রমিক নিহত
পাবনার ঈশ্বরদীতে সেপটি ট্যাংক সংস্কারের সময় বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাকশীর যুক্তিতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের জনি (২৫) ও পান্নু (২০)। এ সময় আরো ২ জন আহত হন।
-পাবনা প্রতিনিধি
	লাশ উদ্ধার
	বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির একদিন পর গতকাল দুজনের লাশ উদ্ধার হয়েছে। তারা হলেন- উপজেলার হাটশেরপুরের ধনারপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আরজু বেগম ও চরঘাগুয়া গ্রামের রফিকুল সরকারের মেয়ে রুপসী।
	-নিজস্ব প্রতিবেদক, বগুড়া
	
	গণধোলাই
	টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গতকাল দুপুরে জনতার হাতে আটকের পর গণধোলাইয়ের শিকার হয়েছে দুই ছিনতাইকারী। পরে ছিনতাইকারী মো. সাইফুল ইসলাম ও আলমগীর মুন্সিকে পুলিশে দেওয়া হয়েছে।
	-টঙ্গী প্রতিনিধি
	
	শিক্ষক প্রশিক্ষণ
	জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপক ড. সায়েদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
	- গাজীপুর প্রতিনিধি
	
	বিধবাদের ভাতা বহি বিতরণ
	গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়নের বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বহি বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল এ ভাতা বহি বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।  
	-গাজীপুর প্রতিনিধি
	
	প্রতারক আটক
	নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার অভিযোগে গতকাল সোহাগ হোসাইন ওরফে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোহাগ চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকার সামাইয়ুন মিয়ার ছেলে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করত বলে জানিয়েছে পুলিশ।
	-রূপগঞ্জ প্রতিনিধি
	 
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        