ছিনতাই হওয়া জঙ্গি নেতাদের পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হয় প্রায় এক মাস আগে। তবে গত ১৫ দিন ধরে বাইরে থাকা জঙ্গিদের সঙ্গে নিয়মিত মোবাইলফোনে যোগাযোগ রেখে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যায় জঙ্গিরা। সেই মোবাইলফোনের কললিস্টের সূত্র ধরেই ধরা পড়ে জঙ্গি রাকিব।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জঙ্গিদের আদালতে হাজির করা হলে সেখানেই তারা পরস্পরের যোগসাজশে জেল থেকে পালানোর পরিকল্পনা করে। সর্বশেষ একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়ে বোমারু মিজান বন্দী সালেহীন ও রাকিবকে বলে বহুদিন হয়ে গেল আর জেলখানার জীবন ভালো লাগছে না, চল জেলখানা থেকে পালিয়ে যাই। সালেহীন ও রাকিব প্রথমে রাজি না হলেও পরে বোমারু মিজানের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে বোমারু মিজান বাইরে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেয়। গত ১৫ দিন আগে টাঙ্গাইল আদালতে হাজিরার তারিখ জানার পর তারা পালানোর ছক তৈরি করে। পালানোর পর ফের গ্রেফতার হওয়া জেএমবি সদস্য হাফিজ মাহমুদ রাকিব হাসান ও তাকে সহায়তাকারী জঙ্গি জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, কারাগারে থাকা মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যদের ছিনতাইয়ের চূড়ান্ত পরিকল্পনা করা হয় ১৫ দিন আগে। এ জন্য তারা দুটি নতুন মাইক্রোবাস কেনে। গতকাল সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাইকালে ওই তিনটি মাইক্রোবাস ব্যবহার করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, জেলখানা আদালত কিংবা পথ সর্বত্রই তারা ফোনে কথা বলার সুযোগ পায়। এর মধ্যে কখনো নিজের ফোন কখনো পুলিশের কখনো বা আদালতে দেখা করতে আসা স্বজনদের ফোন তারা ব্যবহার করে থাকে। রাকিব হাসান জামালপুর জেলার মেলান্দহ থানার বংশিবেলতলী গ্রামের সোবহানের ছেলে। সে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ তিন মামলার একটি মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন ও অন্যটিতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলম এ বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, আসামিরা ছিনতাইয়ের পরিকল্পনার বিষয়টি ১৫ দিন আগের বললেও তা বিশ্বাস করা যায় না। এটি দীর্ঘদিনের পরিকল্পনা বলেই ধারণা পুলিশের। এর আগে গতকাল বিকাল পৌনে ৩টার দিকে সফিপুরের তক্তারচালা এলাকা থেকে পুলিশ রাকিব ও জাকারিয়াকে গ্রেফতার করে।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
জঙ্গিরা যেভাবে পালানোর পরিকল্পনা করে
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর