শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
চট্টগ্রামে ছাত্রলীগের ৮ কর্মী খুন

সব আসামি খালাস

চট্টগ্রামের বহদ্দারহাটে বহুল আলোচিত ছাত্রলীগের আট নেতা-কর্মীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি আবদুল হাই এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন- সাজ্জাদ হোসেন খান, আলমগীর কবির, আযম ও মো. সোলায়মান। এ চারজনকে ২০০৮ সালের ২৭ মার্চ ওই মামলায় মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে একটি মাইক্রোবাসে থাকা ছাত্রলীগের আট নেতা-কর্মীকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। নিহতরা হলেন- সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট ছাত্র সংসদের ভিপি হাসিবুর রহমান হেলাল, সোহাগ, বাবু, কাশেম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, মনু মিয়া ও জাহেদুল ইসলাম। ছাত্রশিবিরের কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে তদন্তে বেরিয়ে আসে। হাইকোর্টে আসামি পক্ষে এ মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর