হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেনকে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এটি র্যাবের একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই র্যাব সদস্যরা সাতছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান। তবে নির্দিষ্ট সময় নয়, যখন তল্লাশি ও টহলের প্রয়োজন মনে করেন, তখনই র্যাব সদস্যরা সাতছড়িতে যান। প্রসঙ্গত, ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সাতছড়ির জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি ব্যাটাগান, ১টি ৭.৬২ মি.মি. অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এর আগে গত ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত একই বনাঞ্চলের টিলা, বাংকার (মাটির নিচের গর্ত) থেকে ৪টি ৭.৬২ মি.মি. এমজি, ৫টি এমজির অতিরিক্ত ব্যারেল, ১টি ৪০ মি.মি. আরএল, ২২২টি উচ্চক্ষমতা সম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জ, ১১,৫৮০ রাউন্ড ৭.৬২*৩৯ মি.মি. বুলেট, ২৮৪টি ১২.৭ মি.মি. মেশিন গানের বুলেট, ৪৪০ রাউন্ড ৭.৬২*৫৪ মি.মি. বুলেট, ১৯টি মেশিন গানের ড্রাম ম্যাগাজিন (চেইনসহ) এবং অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
সাতছড়িতে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর, মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর