হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেনকে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এটি র্যাবের একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই র্যাব সদস্যরা সাতছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান। তবে নির্দিষ্ট সময় নয়, যখন তল্লাশি ও টহলের প্রয়োজন মনে করেন, তখনই র্যাব সদস্যরা সাতছড়িতে যান। প্রসঙ্গত, ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সাতছড়ির জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি ব্যাটাগান, ১টি ৭.৬২ মি.মি. অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এর আগে গত ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত একই বনাঞ্চলের টিলা, বাংকার (মাটির নিচের গর্ত) থেকে ৪টি ৭.৬২ মি.মি. এমজি, ৫টি এমজির অতিরিক্ত ব্যারেল, ১টি ৪০ মি.মি. আরএল, ২২২টি উচ্চক্ষমতা সম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জ, ১১,৫৮০ রাউন্ড ৭.৬২*৩৯ মি.মি. বুলেট, ২৮৪টি ১২.৭ মি.মি. মেশিন গানের বুলেট, ৪৪০ রাউন্ড ৭.৬২*৫৪ মি.মি. বুলেট, ১৯টি মেশিন গানের ড্রাম ম্যাগাজিন (চেইনসহ) এবং অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
সাতছড়িতে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর, মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর