হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেনকে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এটি র্যাবের একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই র্যাব সদস্যরা সাতছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান। তবে নির্দিষ্ট সময় নয়, যখন তল্লাশি ও টহলের প্রয়োজন মনে করেন, তখনই র্যাব সদস্যরা সাতছড়িতে যান। প্রসঙ্গত, ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সাতছড়ির জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি ব্যাটাগান, ১টি ৭.৬২ মি.মি. অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এর আগে গত ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত একই বনাঞ্চলের টিলা, বাংকার (মাটির নিচের গর্ত) থেকে ৪টি ৭.৬২ মি.মি. এমজি, ৫টি এমজির অতিরিক্ত ব্যারেল, ১টি ৪০ মি.মি. আরএল, ২২২টি উচ্চক্ষমতা সম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জ, ১১,৫৮০ রাউন্ড ৭.৬২*৩৯ মি.মি. বুলেট, ২৮৪টি ১২.৭ মি.মি. মেশিন গানের বুলেট, ৪৪০ রাউন্ড ৭.৬২*৫৪ মি.মি. বুলেট, ১৯টি মেশিন গানের ড্রাম ম্যাগাজিন (চেইনসহ) এবং অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শিরোনাম
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
সাতছড়িতে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর, মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর