হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেনকে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবেই সাতছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এটি র্যাবের একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই র্যাব সদস্যরা সাতছড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান। তবে নির্দিষ্ট সময় নয়, যখন তল্লাশি ও টহলের প্রয়োজন মনে করেন, তখনই র্যাব সদস্যরা সাতছড়িতে যান। প্রসঙ্গত, ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সাতছড়ির জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি ব্যাটাগান, ১টি ৭.৬২ মি.মি. অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এর আগে গত ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত একই বনাঞ্চলের টিলা, বাংকার (মাটির নিচের গর্ত) থেকে ৪টি ৭.৬২ মি.মি. এমজি, ৫টি এমজির অতিরিক্ত ব্যারেল, ১টি ৪০ মি.মি. আরএল, ২২২টি উচ্চক্ষমতা সম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেটের চার্জ, ১১,৫৮০ রাউন্ড ৭.৬২*৩৯ মি.মি. বুলেট, ২৮৪টি ১২.৭ মি.মি. মেশিন গানের বুলেট, ৪৪০ রাউন্ড ৭.৬২*৫৪ মি.মি. বুলেট, ১৯টি মেশিন গানের ড্রাম ম্যাগাজিন (চেইনসহ) এবং অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শিরোনাম
- তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
সাতছড়িতে উদ্ধার অস্ত্র থানায় হস্তান্তর, মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর