বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

হুইপ হলেন গিনি

হুইপ হলেন গিনি

গাইবান্ধা-২ আসনের আওয়ামী লীগের এমপি মাহাবুব আরা বেগম গিনি দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে নিয়ে বর্তমান সংসদের হুইপের সংখ্যা দাঁড়াল সাতজনে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গিনির নিয়োগ অনুমোদন করেন। হুইপ হিসেবে গিনির নিয়োগ সংক্রান্ত গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মাহাবুব আরা বেগম গিনি জানান, তাকে নতুন পদে যোগ দেওয়ার জন্য ফোন করা হয়েছে। এর আগে গত ২৪ জানুয়ারি পটুয়াখালী-২ আসনের এমপি আ স ম ফিরোজকে চিফ হুইপ এবং রংপুরের এমপি আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর শহীদুজ্জামান সরকারকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে আসেন মাহাবুব আরা বেগম গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৬১ সালে গাইবান্ধায় জন্ম নেওয়া গিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস অর্জন করেন। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। শিক্ষাজীবনে তিনি ক্রীড়াবিদ ছিলেন।-নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর