শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

৫০ লাখ অভিবাসীকে বৈধতার ঐতিহাসিক ঘোষণা ওবামার

রিপাবলিকানদের তুমুল বিরোধিতার মুখেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এ ‘ঐতিহাসিক’ ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৫০ লাখ অভিবাসী এবার বৈধতা পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন গণমাধ্যমে জাতির উদ্দেশে এক ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দেন। আর এই নীতিতে যুক্তরাষ্ট্রের নাগরিক হচ্ছেন তারা। শিশু কিন্তু জন্মসূত্রে সে দেশের নাগরিকদের বাবা-মা, যারা পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছেন। তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার অভিবাসনসংক্রান্ত এই নির্বাহী আদেশের ফলে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী সেখানে বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন। অনেকে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর ফিরে যাননি। অনেকে নানা পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিয়ে করেছেন, সন্তান জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই জন্মসূত্রে সে দেশের নাগরিক হওয়া যায়। ফলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সন্তানের পিতা-মাতারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বৈধতার সুযোগ পাচ্ছেন। রিপাবলিকানরা এর বিরোধিতা করে ওবামার বিরুদ্ধে ‘অবৈধভাবে ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১ কোটি ১০ লাখ লোক অবৈধভাবে বসবাস করছেন। ওবামার পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে এমন সব সন্তানের যেসব পিতা-মাতা সেখানে পাঁচ বছর ধরে বসবাস করছেন তারা তিন বছরের জন্য বৈধভাবে কাজের অনুমতির আবেদন করতে পারবেন। এ সংখ্যা প্রায় ৪০ লাখের মতো। আর অভিবাসন নীতির অন্যান্য পরিবর্তনের ফলে আরও হাজার হাজার লোক সাময়িক বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন। উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ প্রযুক্তি-কর্মীদের জন্য বৈধতার এ সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। ওবামার নির্বাহী আদেশের সুযোগ গ্রহণকারীদের আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং তাদের কর দিতে হবে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা বলেন, ছায়া থেকে বেরিয়ে আসুন, বৈধভাবে বসবাসের সুযোগ নিন। তিনি বলেন, তার এ নির্বাহী পদক্ষেপ অবৈধ ব্যক্তিদের প্রতি কোনো সাধারণ ক্ষমা নয়। সম্প্রতি যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অবৈধভাবে বাস করছেন, তারা এ সুবিধা পাবেন না। ভবিষ্যতে যারা অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাদের জন্য এ ঘোষণা কার্যকর নয়। যেসব অবৈধ অভিবাসীর নামে মামলা আছে ও দণ্ডিত অপরাধী, তারা এ আদেশের কোনো সুবিধা নিতে পারবেন না। যারা অপরাধী তাদের বিতাড়িত করা হবে। এএফপি।
 

সর্বশেষ খবর