শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মাহমুদুর রহমানের বিচার শুরু

আদালত প্রতিবেদক

মাহমুদুর রহমানের বিচার শুরু

নাশকতার মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলি মাসুদ সেখ এ আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু, জাহাঙ্গীর খাঁ। আসামিদের মধ্যে জামিনে থাকা আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, জাহাঙ্গীর খাঁ ও আমিনুল ইসলাম আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে কাঠগড়ায় দাঁড়ানো আসামি মাহমুদুরকে অভিযোগ শোনানো হলে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান তিনি। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় ৬ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসের চালক আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে ২০১৪ সালের ২০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিবুল ইসলাম মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।

সর্বশেষ খবর