রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অধরাই অভিজিৎ হত্যার আসামিরা

নিজস্ব প্রতিবেদক

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর একে একে কেটে গেছে নয় মাস। দীর্ঘ সময়েও পুলিশ আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি। প্রকৃত হত্যাকারীরা এখনো রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ফুটপাথে খুন হন অভিজিৎ রায়। বহু মানুষের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। ঘটনাস্থলের কাছে পুলিশ দাঁড়িয়ে থাকলেও খুনিদের গ্রেফতার করতে পারেনি। পরে আশপাশের লোকজন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। ঘটনার পর এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জঙ্গিগোষ্ঠী হিযবুত তাহ্রীর সদস্য শফিউর রহমান ফারাবীকে গ্রেফতার করা হলেও তার কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি তদন্তে সংশ্লিষ্টরা। এ মামলায় ডিবি পুলিশকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি তদন্ত দল ঢাকা সফর করে। তারা মামলার বিভিন্ন আলামত সংগ্রহের পর পরীক্ষার জন্য নিয়ে যায়। কিন্তু এত দিনেও এর সুফল পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশ বলছে, এই হত্যারহস্য উদ্ঘাটনে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন আসামিদের গ্রেফতারে চলছে অভিযান।

সর্বশেষ খবর