শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দীপন হত্যায় ফেনীতে একজন গ্রেফতার

ডিএমপির অস্বীকার

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী থেকে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মুফতি জাহিদ হাসান মারুফকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল ভোর ৩টার দিকে  ফুলগাজী উপজেলার তারাকুচা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মেদ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের ঢাকার কার্যালয়ে নিয়ে যায়। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের তথ্য অনুযায়ী তারা মুফতি মারুফকে সন্দেহের তালিকায় রেখেছেন। তাকে রাজধানীর আজিজ সুপার মার্কেটে খুন হওয়া জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। মুফতি মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ তার বাড়ি ও তারাকুচা দারুল উলুম নুরানি মাদ্রাসায় অভিযান চালায়। পুলিশ তাকে জানিয়েছে, দীপন হত্যা মামলায় মারুফের সংশ্লিষ্ট থাকার অভিযোগ গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে। তবে মুফতি হাবিব দাবি করেন, তার ছেলে কোনো জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয়। তার ছেলে এই মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। ছাগলনাইয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করে চিটাগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে ইসলামী আইনশাস্ত্রে (মুফতি) দুই বছরের পড়ালেখা করে। শেষে বাড়িতে এসে নিজ মাদ্রাসার দায়িত্ব নেন।

দীপন হত্যায় কাউকে গ্রেফতার করা হয়নি-ডিএমপি: দীপন হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশ বলছে, ফেনীর ফুলগাজী উপজেলা থেকে মঙ্গলবার মুফতি জাহিদুল হাসান মারুফ (২৪) নামের যে ব্যক্তিকে দীপন হত্যায় গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, ভিন্ন একটি মামলার আসামিকে শনাক্ত করার জন্য জাহিদুলকে ঢাকায় নিয়ে আসে। কাজ শেষ হওয়ার পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর