বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঘৃণা করে কেউ বড় হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

ঘৃণা করে কেউ বড় হতে পারে না

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ ও জনগণের উন্নয়ন করতে হলে আমাদের ঘৃণা পরিহার করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। কারণ ঘৃণা করে কেউ বড় হতে পারে না। আর কাউকে শ্রদ্ধা করলে সেও ছোট হয়ে যায় না। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা  বলেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আজকে শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা বৃদ্ধির পাশাপাশি টেলিভিশন-পত্রপত্রিকার সংখ্যাও বেড়েছে। এতে বোঝা যায় দেশ এগিয়ে যাচ্ছে। তবে এ অগ্রগতিকে টেকসই করতে হলে দরকার একে অন্যের প্রতি পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ। আর পরিহার করতে হবে ঘৃণাবোধ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর