ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় আমাদের সঠিক প্রস্তুতি নেই। কারণ এটি আমাদের কাছে নতুন অধ্যায়। গতকাল রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে ‘ভূমিকম্প মোকাবিলা : আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র আনিসুল হক বলেন, ভূমিকম্পে ঢাকা শহরের কতগুলো ভবন ঝুঁকিতে রয়েছে— তার সঠিক পরিসংখ্যানও কারও কাছে নেই। বলা হয় বড় মাত্রার ভূমিকম্প হলে ৭০-৮০ লাখ ভবন ঝুঁকির মধ্যে পড়বে। তবে এর সঠিক হিসাব কেউই বলতে পারেন না। এ কারণেই ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের করণীয় কী হবে— সেসব বিষয়ে বেশি করে জানতে হবে। মেয়র উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। বলা হচ্ছে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে। তাই আমরা খুবই ভীত সন্ত্রস্ত। জাপান, আমেরিকার মতো দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন করে তারা ক্ষতিগ্রস্ত হই আমরা। এ সময় মেয়র প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩৫০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে বলেও জানান। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিপের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উদ্বোধনীতে আরও বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সেনায়েত গেব্রেজেবিয়ার। ভূমিকম্প, নগরের ঝুঁকি এবং পরিণতি বিষয়ক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর একেএম মাকসুদ কামাল। সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতা বিশ্লেষণ করেন মানবিক সাহায্য কর্মী ও ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহায়তা কাজে অংশগ্রহণকারী শশাঙ্ক সাদী। এ ছাড়া ফায়ার সার্ভিস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
শিরোনাম
- রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা
- মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
- ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
ভূমিকম্প মোকাবিলায় সঠিক প্রস্তুতি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর