ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় আমাদের সঠিক প্রস্তুতি নেই। কারণ এটি আমাদের কাছে নতুন অধ্যায়। গতকাল রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে ‘ভূমিকম্প মোকাবিলা : আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র আনিসুল হক বলেন, ভূমিকম্পে ঢাকা শহরের কতগুলো ভবন ঝুঁকিতে রয়েছে— তার সঠিক পরিসংখ্যানও কারও কাছে নেই। বলা হয় বড় মাত্রার ভূমিকম্প হলে ৭০-৮০ লাখ ভবন ঝুঁকির মধ্যে পড়বে। তবে এর সঠিক হিসাব কেউই বলতে পারেন না। এ কারণেই ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের করণীয় কী হবে— সেসব বিষয়ে বেশি করে জানতে হবে। মেয়র উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। বলা হচ্ছে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে। তাই আমরা খুবই ভীত সন্ত্রস্ত। জাপান, আমেরিকার মতো দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন করে তারা ক্ষতিগ্রস্ত হই আমরা। এ সময় মেয়র প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩৫০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে বলেও জানান। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিপের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উদ্বোধনীতে আরও বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর সেনায়েত গেব্রেজেবিয়ার। ভূমিকম্প, নগরের ঝুঁকি এবং পরিণতি বিষয়ক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর একেএম মাকসুদ কামাল। সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতা বিশ্লেষণ করেন মানবিক সাহায্য কর্মী ও ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহায়তা কাজে অংশগ্রহণকারী শশাঙ্ক সাদী। এ ছাড়া ফায়ার সার্ভিস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার