বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

স্কুল-কলেজের সভাপতি হতে পারবেন না এমপিরা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে এ বিধান অনুযায়ী সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান সাংবাদিকদের বলেছেন, ম্যানেজিং কমিটিতে ইচ্ছা পোষণ করে সংসদ সদস্যদের সভাপতি হওয়ার বিধান এবং বিশেষ কমিটির বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করেছেন আদালত। এর ফলে সংসদ সদস্যরা এখন ইচ্ছে করলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। সভাপতি হতে হলে তাদের নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর বিশেষ কমিটি করা যাবে না। এর আগে ১৩ এপ্রিল একটি রিটের শুনানি শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং নির্বাচন ছাড়া কমিটি গঠনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সর্বশেষ খবর