ঢাকা শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার বটতলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গীকার’ স্লোগানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের প্রতি কৃৃতজ্ঞতা প্রকাশ করছি। দক্ষিণ সিটি সব সময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হোল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করা হবে। আপনারা গাছ লাগাবেন। অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবেন যাতে আগামী প্রজন্ম একটি সবুজ ও দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। তিনি বলেন, বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছিল ঢাকা শহর। কিন্তু বর্তমানে এই নদীটির করুণ অবস্থা বিরাজ করছে। এই বছরের মধ্যে বুড়িগঙ্গার হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু হবে। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা নিজেরা সচেতন হলেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা যদি যেখানে-সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলি তাহলে পরিবেশ নোংরা হবে না। এটি পরিষ্কারও করতে হবে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল