ঢাকা শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার বটতলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গীকার’ স্লোগানে এই পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের প্রতি কৃৃতজ্ঞতা প্রকাশ করছি। দক্ষিণ সিটি সব সময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হোল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করা হবে। আপনারা গাছ লাগাবেন। অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবেন যাতে আগামী প্রজন্ম একটি সবুজ ও দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। তিনি বলেন, বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছিল ঢাকা শহর। কিন্তু বর্তমানে এই নদীটির করুণ অবস্থা বিরাজ করছে। এই বছরের মধ্যে বুড়িগঙ্গার হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু হবে। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা নিজেরা সচেতন হলেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা যদি যেখানে-সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলি তাহলে পরিবেশ নোংরা হবে না। এটি পরিষ্কারও করতে হবে না।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সবাইকে নিতে হবে মেয়রের ভূমিকা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর