শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

মান্নাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

মান্নাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ বহাল

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি কারাবন্দী মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষের প্রতি হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ৩১ মে হাইকোর্ট এক আদেশে মান্নাকে বারডেম হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ নিতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। দীর্ঘদিন ধরে মাহমুদুর রহমান মান্না কারাগারে রয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন, মান্না হূদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। হাইকোর্টে আইনজীবীরা উল্লেখ করেন, মান্না শারীরিকভাবে অসুস্থ, তিনি হার্টের রোগী, হার্টে ব্লক সেট আছে এবং শারীরিক অবস্থা ভালো নয়। ২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় মান্নার বিরুদ্ধে একটি মামলা হয়। একই বছর ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় আরেকটি মামলা হয়।

সর্বশেষ খবর