বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বা কিছু পাওয়ার আশায় নয়, দেশকে বাঁচাতে, মানুষকে বিপদ থেকে রক্ষা করতে বিএনপি আন্দোলন করছে। যত সময় যাচ্ছে দেশ খারাপের দিকে যাচ্ছে। এই সরকার দেশের মানুষের ওপর একের পর এক জুলুম করে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। লুটপাট ও সন্ত্রাসে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মাদারীপুরে শিক্ষকের ওপর হামলায় হাতেনাতে গ্রেফতার হওয়া ‘জঙ্গি’ গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ‘হত্যা করা হয়েছে’ দাবি করে বেগম খালেদা জিয়া বলেন, ‘এটি একটি সাজানো নাটক।’ গতকাল রাজধানীর গুশলানে ইমানুয়েলস হলে ২০-দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-প্রধান এসব কথা বলেন। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের মো. সেলিম উদ্দিন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, শরিক অন্যান্য দলের জেবেল রহমান গাণি, খোন্দকার গোলাম মোর্ত্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, আহসান হাবিব লিংকন, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গরীবে নেওয়াজ, আবু তাহের চৌধুরী, সালাহউদ্দিন মতিন প্রকাশ, হানিফুল কবির, সাঈদ আহমেদ প্রমুখ। খালেদা জিয়া বলেন, ‘ফাহিমকে ক্রসফায়ারের নামে হত্যা করা একটি সাজানো ঘটনা। তাকে হত্যা করা হয়েছে। তাকে নিয়ে আইনজীবীদের মুভ করা উচিত যে, কীভাবে সে মারা গেল? রিমান্ডে নিয়ে তাকে হত্যা করা হলো হাতকড়া পরা অবস্থায়। পুলিশ তাকে হত্যা করেছে। সরকার এর সঙ্গে জড়িত। গণগ্রেফতারের নামে বিএনপি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির কেউ পুলিশের ভয়ে নিজের ঘরে ভালো করে সাহরি পর্যন্ত করতে পারে না। ঈদের আগে তাদের (পুলিশ) ব্যবসা চলছে। সবই পাচ্ছে তারা। দুই দিক থেকেই পাচ্ছে।
শিরোনাম
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
কিছু পাওয়ার আশায় নয়, দেশ বাঁচাতেই আন্দোলন : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর