বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বা কিছু পাওয়ার আশায় নয়, দেশকে বাঁচাতে, মানুষকে বিপদ থেকে রক্ষা করতে বিএনপি আন্দোলন করছে। যত সময় যাচ্ছে দেশ খারাপের দিকে যাচ্ছে। এই সরকার দেশের মানুষের ওপর একের পর এক জুলুম করে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। লুটপাট ও সন্ত্রাসে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মাদারীপুরে শিক্ষকের ওপর হামলায় হাতেনাতে গ্রেফতার হওয়া ‘জঙ্গি’ গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ‘হত্যা করা হয়েছে’ দাবি করে বেগম খালেদা জিয়া বলেন, ‘এটি একটি সাজানো নাটক।’ গতকাল রাজধানীর গুশলানে ইমানুয়েলস হলে ২০-দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-প্রধান এসব কথা বলেন। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের মো. সেলিম উদ্দিন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, শরিক অন্যান্য দলের জেবেল রহমান গাণি, খোন্দকার গোলাম মোর্ত্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, আহসান হাবিব লিংকন, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গরীবে নেওয়াজ, আবু তাহের চৌধুরী, সালাহউদ্দিন মতিন প্রকাশ, হানিফুল কবির, সাঈদ আহমেদ প্রমুখ। খালেদা জিয়া বলেন, ‘ফাহিমকে ক্রসফায়ারের নামে হত্যা করা একটি সাজানো ঘটনা। তাকে হত্যা করা হয়েছে। তাকে নিয়ে আইনজীবীদের মুভ করা উচিত যে, কীভাবে সে মারা গেল? রিমান্ডে নিয়ে তাকে হত্যা করা হলো হাতকড়া পরা অবস্থায়। পুলিশ তাকে হত্যা করেছে। সরকার এর সঙ্গে জড়িত। গণগ্রেফতারের নামে বিএনপি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির কেউ পুলিশের ভয়ে নিজের ঘরে ভালো করে সাহরি পর্যন্ত করতে পারে না। ঈদের আগে তাদের (পুলিশ) ব্যবসা চলছে। সবই পাচ্ছে তারা। দুই দিক থেকেই পাচ্ছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
কিছু পাওয়ার আশায় নয়, দেশ বাঁচাতেই আন্দোলন : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর