বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য বা কিছু পাওয়ার আশায় নয়, দেশকে বাঁচাতে, মানুষকে বিপদ থেকে রক্ষা করতে বিএনপি আন্দোলন করছে। যত সময় যাচ্ছে দেশ খারাপের দিকে যাচ্ছে। এই সরকার দেশের মানুষের ওপর একের পর এক জুলুম করে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। লুটপাট ও সন্ত্রাসে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। মাদারীপুরে শিক্ষকের ওপর হামলায় হাতেনাতে গ্রেফতার হওয়া ‘জঙ্গি’ গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ‘হত্যা করা হয়েছে’ দাবি করে বেগম খালেদা জিয়া বলেন, ‘এটি একটি সাজানো নাটক।’ গতকাল রাজধানীর গুশলানে ইমানুয়েলস হলে ২০-দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-প্রধান এসব কথা বলেন। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের মো. সেলিম উদ্দিন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান খান, শরিক অন্যান্য দলের জেবেল রহমান গাণি, খোন্দকার গোলাম মোর্ত্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, আহসান হাবিব লিংকন, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গরীবে নেওয়াজ, আবু তাহের চৌধুরী, সালাহউদ্দিন মতিন প্রকাশ, হানিফুল কবির, সাঈদ আহমেদ প্রমুখ। খালেদা জিয়া বলেন, ‘ফাহিমকে ক্রসফায়ারের নামে হত্যা করা একটি সাজানো ঘটনা। তাকে হত্যা করা হয়েছে। তাকে নিয়ে আইনজীবীদের মুভ করা উচিত যে, কীভাবে সে মারা গেল? রিমান্ডে নিয়ে তাকে হত্যা করা হলো হাতকড়া পরা অবস্থায়। পুলিশ তাকে হত্যা করেছে। সরকার এর সঙ্গে জড়িত। গণগ্রেফতারের নামে বিএনপি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির কেউ পুলিশের ভয়ে নিজের ঘরে ভালো করে সাহরি পর্যন্ত করতে পারে না। ঈদের আগে তাদের (পুলিশ) ব্যবসা চলছে। সবই পাচ্ছে তারা। দুই দিক থেকেই পাচ্ছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কিছু পাওয়ার আশায় নয়, দেশ বাঁচাতেই আন্দোলন : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর