সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতু প্রকল্পে হামলা হতে পারে

----------ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প দেশের অন্যতম বৃহৎ প্রকল্প হওয়ার কারণে এই প্রকল্পেও জঙ্গি হামলার আশঙ্কা থাকতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন, তবে শঙ্কিত নই। প্রকল্প এলাকায় নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা   বাহিনীর। 

গতকাল বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছির পদ্মাসেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায় সেনা, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প এলাকার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়। এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে। ইতিমধ্যে মূল সেতুর ২০টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের সার্বিক কাজের  ৩৬ শতাংশ সম্পন্ন হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, এএসপি সামসুজ্জামান বাবু, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

সর্বশেষ খবর