রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
জলবায়ু চুক্তিতে অনুমোদন যুক্তরাষ্ট্র-চীনের

আশার আলো দেখছে ক্ষতিগ্রস্ত দেশগুলো

প্রতিদিন ডেস্ক

পৃথিবীর বায়ুমণ্ডলে যৌথভাবে ৪০ শতাংশ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন প্যারিস বৈশ্বিক জলবায়ু চুক্তির অনুমোদন দিয়েছে। জি২০ সম্মেলনে যোগ দিতে চীনের হাংঝুতে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বৈরি দুই পরাশক্তির চুক্তিতে অনুমোদন দেওয়ার ফলে আশার আলো দেখছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। খবর বিবিসির। গত ডিসেম্বরে প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রির নিচে রাখার জন্য বিশ্বজুড়ে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ জলবায়ু চুক্তি। এটি আইনে পরিণত হতে কমপক্ষে ৫৫টি দেশের আইনসভার অনুমোদন লাগবে, যারা ৫৫ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী। গতকাল চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস সপ্তাহব্যাপী আলোচনা শেষে এ চুক্তির অনুমোদন দিয়েছে। অন্যদিকে গতকাল সকালে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনের কথা জানানো হয়। এর আগে যে ২৩টি দেশ জলবায়ু চুক্তি অনুমোদন করেছিল তারা মোট কার্বন নিঃসরণের মাত্র ১ শতাংশের জন্য দায়ী। কার্বন নিঃসরণের জন্য দায়ী বড় দুই দেশের অনুমোদনে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবতায় পরিণত হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল। তাদের এ অনুমোদন জি২০-ভুক্ত অন্য দেশগুলোর এই চুক্তি অনুমোদনের বিষয়ে চাপ সৃষ্টি করবে। প্রসঙ্গত জলবায়ু পরিবর্তনে বাংলাদেশও অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ।

সর্বশেষ খবর