ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শোকজের জবাব না দেওয়ায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর পদ থেকে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সায়েদুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে দল থেক বহিষ্কারসহ মন্ত্রিসভা থেকে অপসারণেরও দাবি জানানো হয় সভায়। সভায় বলা হয়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে এককভাবে প্রার্থী মনোনয়ন দেন মন্ত্রী সায়েদুল হক। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নাসিরনগরের গুনিয়াউক ও হরিপুর ইউনিয়নের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের পরাজিত করানোর চেষ্টা, তাদের কর্মী-সমর্থকদের গ্রেফতার ও পুলিশ দিয়ে হয়রানির চেষ্টা করেন মন্ত্রী। এসব ঘটনায় দলের জেলা কার্যনির্বাহী কমিটি ২৫ জুন সভা করে সর্বসম্মতভাবে তাকে শোকজের সিদ্ধান্ত নেয়। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়। কিন্তু মন্ত্রী এ শোকজ নোটিসের কোনো উত্তর দেননি। শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মন্ত্রী সায়েদুল হককে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অশালীন শব্দ ব্যবহার করে শোকজ নোটিসের জবাব দেওয়ায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফিজ উদ্দিন আহমেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সভায় নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকারকে দ্বিতীয়বার দলীয় শৃঙ্খলাভঙ্গ না করার জন্য সতর্ক করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারী, জেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, তাজ মো. ইয়াছিন, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা