গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে মালয়েশিয়া-ফেরত পেয়ার আহমেদ আকাশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পত্রিকায় তাকে নিয়ে যেসব খবর বেরিয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল এসব তথ্য দিয়ে বলেন, আকাশের জঙ্গিবাদ-সম্পৃক্ততার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়নি। রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আকাশ ফেনীর একটি অস্ত্র মামলার আসামি। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিরোধী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সরকারি দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশ আকাশকে ফেনীর দাগনভূঞা থানায় হস্তান্তর করে। সেখান থেকে তার স্থান হয় ফেনী কারাগারে। এর আগে ২ সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে আকাশকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি সামনে চলে আসে। ডিএমপি কমিশনার বলেন, ‘আকাশ চার-পাঁচ বছর আগে মালয়েশিয়া চলে যায়। তার খোঁজ করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা ছিল। সেই নোটিসের আলোকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হলি আর্টিজান বা জঙ্গিবাদের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো আমরা পাইনি।’ গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও কুক সাইফুল ইসলাম চৌকিদারের লাশ কেউ দাবি না করায় ‘বেওয়ারিশ’ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে ডিএমপি-প্রধান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পুলিশের সক্রিয় উদ্যোগের কারণে ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। জানা গেছে, ১১ বছর আগে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই আকাশ। পরে তিনি জামিন নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে ১৯ আগস্ট আকাশকে গ্রেফতারের পর ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানোর কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর। মালয়েশিয়ার পুলিশ তার নাম প্রকাশ না করলেও ইন্টারপোলের নোটিসের কথা জানিয়েছিল। আর তিনিই যে ফেনীর আকাশ, তা নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গুলশান হামলায় আকাশ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর