গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে মালয়েশিয়া-ফেরত পেয়ার আহমেদ আকাশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পত্রিকায় তাকে নিয়ে যেসব খবর বেরিয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল এসব তথ্য দিয়ে বলেন, আকাশের জঙ্গিবাদ-সম্পৃক্ততার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়নি। রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আকাশ ফেনীর একটি অস্ত্র মামলার আসামি। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিরোধী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সরকারি দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশ আকাশকে ফেনীর দাগনভূঞা থানায় হস্তান্তর করে। সেখান থেকে তার স্থান হয় ফেনী কারাগারে। এর আগে ২ সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে আকাশকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি সামনে চলে আসে। ডিএমপি কমিশনার বলেন, ‘আকাশ চার-পাঁচ বছর আগে মালয়েশিয়া চলে যায়। তার খোঁজ করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা ছিল। সেই নোটিসের আলোকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হলি আর্টিজান বা জঙ্গিবাদের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো আমরা পাইনি।’ গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও কুক সাইফুল ইসলাম চৌকিদারের লাশ কেউ দাবি না করায় ‘বেওয়ারিশ’ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে ডিএমপি-প্রধান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পুলিশের সক্রিয় উদ্যোগের কারণে ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। জানা গেছে, ১১ বছর আগে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই আকাশ। পরে তিনি জামিন নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে ১৯ আগস্ট আকাশকে গ্রেফতারের পর ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানোর কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর। মালয়েশিয়ার পুলিশ তার নাম প্রকাশ না করলেও ইন্টারপোলের নোটিসের কথা জানিয়েছিল। আর তিনিই যে ফেনীর আকাশ, তা নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ