গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে মালয়েশিয়া-ফেরত পেয়ার আহমেদ আকাশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পত্রিকায় তাকে নিয়ে যেসব খবর বেরিয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল এসব তথ্য দিয়ে বলেন, আকাশের জঙ্গিবাদ-সম্পৃক্ততার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়নি। রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আকাশ ফেনীর একটি অস্ত্র মামলার আসামি। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিরোধী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সরকারি দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশ আকাশকে ফেনীর দাগনভূঞা থানায় হস্তান্তর করে। সেখান থেকে তার স্থান হয় ফেনী কারাগারে। এর আগে ২ সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে আকাশকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি সামনে চলে আসে। ডিএমপি কমিশনার বলেন, ‘আকাশ চার-পাঁচ বছর আগে মালয়েশিয়া চলে যায়। তার খোঁজ করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা ছিল। সেই নোটিসের আলোকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হলি আর্টিজান বা জঙ্গিবাদের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো আমরা পাইনি।’ গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও কুক সাইফুল ইসলাম চৌকিদারের লাশ কেউ দাবি না করায় ‘বেওয়ারিশ’ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে ডিএমপি-প্রধান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পুলিশের সক্রিয় উদ্যোগের কারণে ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। জানা গেছে, ১১ বছর আগে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই আকাশ। পরে তিনি জামিন নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে ১৯ আগস্ট আকাশকে গ্রেফতারের পর ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানোর কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর। মালয়েশিয়ার পুলিশ তার নাম প্রকাশ না করলেও ইন্টারপোলের নোটিসের কথা জানিয়েছিল। আর তিনিই যে ফেনীর আকাশ, তা নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শিরোনাম
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
গুলশান হামলায় আকাশ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর