গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে মালয়েশিয়া-ফেরত পেয়ার আহমেদ আকাশের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। পত্রিকায় তাকে নিয়ে যেসব খবর বেরিয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গতকাল এসব তথ্য দিয়ে বলেন, আকাশের জঙ্গিবাদ-সম্পৃক্ততার কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়নি। রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আকাশ ফেনীর একটি অস্ত্র মামলার আসামি। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিরোধী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। এতে সরকারি দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশ আকাশকে ফেনীর দাগনভূঞা থানায় হস্তান্তর করে। সেখান থেকে তার স্থান হয় ফেনী কারাগারে। এর আগে ২ সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া সরকার। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে আকাশকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি সামনে চলে আসে। ডিএমপি কমিশনার বলেন, ‘আকাশ চার-পাঁচ বছর আগে মালয়েশিয়া চলে যায়। তার খোঁজ করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা ছিল। সেই নোটিসের আলোকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হলি আর্টিজান বা জঙ্গিবাদের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো আমরা পাইনি।’ গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও কুক সাইফুল ইসলাম চৌকিদারের লাশ কেউ দাবি না করায় ‘বেওয়ারিশ’ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে বলে ডিএমপি-প্রধান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। পুলিশের সক্রিয় উদ্যোগের কারণে ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। জানা গেছে, ১১ বছর আগে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার খোয়া যাওয়া অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই আকাশ। পরে তিনি জামিন নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে ১৯ আগস্ট আকাশকে গ্রেফতারের পর ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানোর কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর। মালয়েশিয়ার পুলিশ তার নাম প্রকাশ না করলেও ইন্টারপোলের নোটিসের কথা জানিয়েছিল। আর তিনিই যে ফেনীর আকাশ, তা নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
গুলশান হামলায় আকাশ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
৪৭ মিনিট আগে | জাতীয়
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার