রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুনি নূর চৌধুরীকে বহিষ্কার করছে না কানাডা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের যে খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তবে নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। আরেক খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানান মন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের সময়ও এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে গতকাল সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পত্রিকাগুলোতে এ রকম খবর পাওয়ার পর আমাকে নিউইয়র্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ফোন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এ খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করি। হাইকমিশনার জানান, এ সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন।’ মন্ত্রী জানান, এ ছাড়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বেআইনি পথে নয়, আইনি পথেই সরকার দেশে ফেরত আনতে চায়। খুনিদের আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে নূর চৌধুরীকে ফেরত আনতে কানাডার সংবিধানই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসাবে মনে করছেন আনিসুল হক। তিনি বলেন, ‘কানাডার সংবিধানে বলা আছে, মৃত্যুদণ্ডাদেশ যেসব দেশে আছে, মৃত্যুদণ্ডাদেশ হতে পারে এমন কোনো আসামিকে সেখানে ফেরত পাঠানো যাবে না। এই একটা পয়েন্টের ওপর নূর চৌধুরী এখনো সেখানে টিকে আছেন। এই পয়েন্টটার সুরাহা হলেই নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে কি যাবে না, এর সিদ্ধান্ত হবে।’ আইনমন্ত্রী বলেন, কানাডার সঙ্গে যখনই কথা হয়, এ বিষয়ে আলোচনা হয়। আমার বিশ্বাস, এবারও (প্রধানমন্ত্রীর কানাডা সফরের সময়) সেই আলোচনা হয়েছে। আমি যতটুকু জানি, আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কানাডা সফরে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনায় তাকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে মতৈক্য হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে জন কেরি এসেছিলেন। ওই সময় এ ব্যাপারটা উত্থাপন করেছিলাম। কেরি সাহেব বলেছেন, এ ব্যাপারে দেশে ফিরে খোঁজখবর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

 উল্লেখ্য, পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নূর চৌধুরী বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন। এ ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডিত অপর পাঁচ আসামিও বিদেশে পালিয়ে রয়েছেন। তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায়ে তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি রয়েছে।

সর্বশেষ খবর