আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া শাসন করেন। এই সময় তিনি দেশটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়েছেন মাহাথির মোহাম্মদও। শনিবার তিনি রাজাকের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজাকের দুর্নীতির বিরুদ্ধে বিরক্ত হয়ে নতুন দলও গঠন করেছেন। রাজাকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে তুমুল বৃষ্টির কারণে এক সময় বিক্ষোভ থেমে যায়। হাজার হাজার মানুষ হলুদ জামা পরে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তবে এবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সংস্কারপন্থি সংগঠন বেরসিহ। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা চলছে। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নাজিব অবশ্য কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে এসব আন্দোলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘লাল শার্ট’ পরা সরকারপন্থিরা। আন্দোলনে অংশ নেওয়া হলুদ পোশাকধারী দেরেক ওং (৩৮) নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ তবে বেরসিহর ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে হীন করার জন্য আসিনি। আমরা দেশকে ভালোবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালী করার জন্য।এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার আয়োজক সংগঠনের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। নাজিব রাজাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে ‘শঠ’ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে, বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। বিবিসি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ