সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মাহাথির

প্রতিদিন ডেস্ক

দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মাহাথির

আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া শাসন করেন। এই সময় তিনি দেশটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। কিন্তু দেশটির বর্তমান  প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়েছেন মাহাথির মোহাম্মদও। শনিবার তিনি রাজাকের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজাকের দুর্নীতির বিরুদ্ধে বিরক্ত হয়ে নতুন দলও গঠন করেছেন। রাজাকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে তুমুল বৃষ্টির কারণে এক সময় বিক্ষোভ থেমে যায়। হাজার হাজার মানুষ হলুদ জামা পরে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তবে এবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সংস্কারপন্থি সংগঠন বেরসিহ। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা চলছে। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নাজিব অবশ্য কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে এসব আন্দোলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘লাল শার্ট’ পরা সরকারপন্থিরা। আন্দোলনে অংশ নেওয়া হলুদ পোশাকধারী দেরেক ওং (৩৮) নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ তবে বেরসিহর ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে হীন করার জন্য আসিনি। আমরা  দেশকে ভালোবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালী করার জন্য।এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার আয়োজক সংগঠনের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। নাজিব রাজাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে ‘শঠ’ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে, বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। বিবিসি।

সর্বশেষ খবর