আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া শাসন করেন। এই সময় তিনি দেশটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়েছেন মাহাথির মোহাম্মদও। শনিবার তিনি রাজাকের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজাকের দুর্নীতির বিরুদ্ধে বিরক্ত হয়ে নতুন দলও গঠন করেছেন। রাজাকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে তুমুল বৃষ্টির কারণে এক সময় বিক্ষোভ থেমে যায়। হাজার হাজার মানুষ হলুদ জামা পরে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তবে এবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সংস্কারপন্থি সংগঠন বেরসিহ। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা চলছে। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নাজিব অবশ্য কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে এসব আন্দোলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘লাল শার্ট’ পরা সরকারপন্থিরা। আন্দোলনে অংশ নেওয়া হলুদ পোশাকধারী দেরেক ওং (৩৮) নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ তবে বেরসিহর ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে হীন করার জন্য আসিনি। আমরা দেশকে ভালোবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালী করার জন্য।এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার আয়োজক সংগঠনের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। নাজিব রাজাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে ‘শঠ’ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে, বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। বিবিসি।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মাহাথির
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর