আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া শাসন করেন। এই সময় তিনি দেশটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়েছেন মাহাথির মোহাম্মদও। শনিবার তিনি রাজাকের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজাকের দুর্নীতির বিরুদ্ধে বিরক্ত হয়ে নতুন দলও গঠন করেছেন। রাজাকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে তুমুল বৃষ্টির কারণে এক সময় বিক্ষোভ থেমে যায়। হাজার হাজার মানুষ হলুদ জামা পরে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তবে এবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সংস্কারপন্থি সংগঠন বেরসিহ। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা চলছে। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নাজিব অবশ্য কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে এসব আন্দোলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘লাল শার্ট’ পরা সরকারপন্থিরা। আন্দোলনে অংশ নেওয়া হলুদ পোশাকধারী দেরেক ওং (৩৮) নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ তবে বেরসিহর ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে হীন করার জন্য আসিনি। আমরা দেশকে ভালোবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালী করার জন্য।এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার আয়োজক সংগঠনের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। নাজিব রাজাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে ‘শঠ’ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে, বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। বিবিসি।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মাহাথির
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়