আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া শাসন করেন। এই সময় তিনি দেশটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলনে শামিল হয়েছেন মাহাথির মোহাম্মদও। শনিবার তিনি রাজাকের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজাকের দুর্নীতির বিরুদ্ধে বিরক্ত হয়ে নতুন দলও গঠন করেছেন। রাজাকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে তুমুল বৃষ্টির কারণে এক সময় বিক্ষোভ থেমে যায়। হাজার হাজার মানুষ হলুদ জামা পরে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা দুর্নীতির দায়ে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তবে এবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সংস্কারপন্থি সংগঠন বেরসিহ। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করে সমাবেশ প্রতিহত করার চেষ্টা চলছে। তারপরও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাজিব রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নাজিব অবশ্য কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এদিকে এসব আন্দোলন প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘লাল শার্ট’ পরা সরকারপন্থিরা। আন্দোলনে অংশ নেওয়া হলুদ পোশাকধারী দেরেক ওং (৩৮) নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ সরকার চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমি দেশের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এখানে এসেছি। আমরা আশা করি, নাজিবকে সরানো হবে এবং আদালতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।’ তবে বেরসিহর ডেপুটি চেয়ারম্যান শাহারুল আমান সাহারি বলেন, আমরা দেশকে হীন করার জন্য আসিনি। আমরা দেশকে ভালোবাসি, আমরা সরকারকে চূর্ণ করতে আসিনি। আমরা এসেছি সরকারকে শক্তিশালী করার জন্য।এদিকে সমাবেশের আগের দিন শুক্রবার আয়োজক সংগঠনের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। নাজিব রাজাক তার একটি ব্লগপোস্টে এই বিক্ষোভের আয়োজক গ্রুপ বেরসিহকে ‘শঠ’ সংগঠন বলে অভিহিত করেছেন। তার মতে, বেরসিহকে ব্যবহার করে বিরোধী দলগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উল্লেখ্য, ১৫ মাসে দ্বিতীয়বারের মতো নাজিব রাজাকের পতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করল বেরসিহ। মালয় ভাষায় বেরসিহ শব্দের অর্থ ‘পরিষ্কার’। বিবিসি।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
দুর্নীতির বিরুদ্ধে রাজপথে মাহাথির
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর