আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবে নতুন কিছু নেই। তবে তার ওই প্রস্তাবে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে বেশকিছু বক্তব্য রয়েছে। গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী উল্লেখ করেন, খালেদা জিয়ার প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর নির্বাচনকালীন সময়ে বিষয়গুলো দেখা হবে। তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলব, ২০১৪ সালের নির্বাচনের আগে অনেক আলাপ-আলোচনার পর একটা নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে—সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন তার দায়িত্ব অত্যন্ত সূচারুরূপে পালন করেছে। সে ক্ষেত্রে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন হচ্ছিল, সেটা পরিবর্তনে এবারের বক্তব্যে কোনো দূরত্ব আমি পাইনি।’ তিনি জানান, ২০১৪ সালের মতো এবারও ‘সার্চ কমিটি’ করে রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন। খালেদা জিয়ার প্রস্তাবকে ‘নির্বাচনকালীন বিষয়’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘অন্যান্য জিনিস যেগুলো বলা হয়েছে, সেগুলো কিন্তু নির্বাচন কমিশন নিয়ে নয়। সেগুলো নির্বাচনের সময়ের অন্যান্য বিষয়াদি নিয়ে। সেটার ব্যাপারে তারা যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে বলেছেন, ফর্মালি সেই প্রস্তাব যাক, তারপর দেখব।’ প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
খালেদার প্রস্তাবে নতুন কিছু নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর